pyouiyfutfxcgh
আমার স্ত্রী সবসময় ভালো কিছু রান্না করলে সেইটা সবার আগে আমার মেয়ে রোজা'কে খেতে দেয়। এই যেমন ধরেন বড় মাছ রান্না করলে আমার মেয়েকে সে বড় বড় পিছ গুলো আগে খেতে দিবে। আর মাছের মাথাটা সবসময় ওর জন্য রেখে দিবে। এমন না যে আমাদের এক মাত্র মেয়ে রোজা? আমাদের আরেকটা ছেলে আছে নাম আয়াত। আর তাছাড়া আমাদের সাথে বাবা মা'ও থাকেন।
এই বিষয়টা আমি তেমন একটা খেয়াল করিনি তবে একদিন আমার আম্মু'কে দেখছি আমার স্ত্রী সুমির সাথে চেচামেচি করছে। আর বলছে মেয়ে মানুষদের এত খায়িয়ে জিবআহা বড় করতে নেই? আর তাছাড়া মেয়ে মানুষ সবসময় কম খাবে কম চাহিদা থাকবে। পাশের বাড়ির শ্রুতি শ্বশুর বাড়িতে গিয়ে বেশি খায় এই জন্য কত বদনাম রেটেছে তুমি জানো? দেখো বৌ'মা তোমাকে কতবার বলেছি সবসময় আয়াতকে ভালোভাবে খায়িয়ে তারপর রোজা'কে খাওয়াবে। আয়াতে সবসময় বড় বড় মাছের পিছ গুলা দিবে। আর মুরগির রান গুলা আয়াতকে খেতে দিবে। কি বলেছি তুমি বুঝতে পারছো তো? সুমি চুপচাপ দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনছে তেমন কোনো উত্তর দেয়নি।
রাতে আমি শুয়ে আছি তখন আমার স্ত্রী এসে বলছে। আগামীকাল বাসায় আসার সময় বড় দেখে একটা ইলিশ মাছ আনিয়েন।
কেনো বড় ইলিশ মাছ দিয়ে কি করবে?
খেতে ইচ্ছে করছে তাই আনতে বলছি। আমি আর কোনো কথা বলিনি পরের দিন অফিস থেকে ফেরার সময় বাজারে গিয়ে বড় দেখে একটা ইলিশ মাছ কিনে বাড়িতে নিয়ে এসেছি। আম্মু আমার হাতে ব্যাগ দেখে জিজ্ঞেস করে।Prrbook
Upworkmarket
postmaster
topguru
monstarpublic
usamarking
powerbank
cutly
Redifiv
bookstar
link Youtubbook>
tumblrro
Postmind
Probook
SocialMarking
Prrmarsub
Hastagcode
Wortweb
wwwsmbook
quora-answer
curred-add
wordpress-wo
classifiedsa
Top-Backlinks
Aliexpress
Twin-M
F-s-a-m-f
Gabsocialm
Temp Mail
কিরে বাজারে গেছিলি নাকী?
হ্যা আম্মু একটা ইলিশ মাছ এনেছি নাও ধরো। আম্মুর হাতে দিয়ে আমি রুমে গেছি তখনি সুমি বলে।
মাছ আনছেন?
হ্যা আম্মুর কাছে দিয়েছি। সুমি আর কোনো কথা না বলে সোজা বেরিয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে রুমে বসে আছি কিছুক্ষণ পরে দেখি আম্মু আবার চেচামেচি করছে। আমি আব্বা দুজনে বেরিয়ে খাবার টেবিলের সামনে গিয়ে দেখি আম্মু সুমি'কে বকাঝকা করছে।
তুমি আবার রোজা'কে ইলিশ মাছের বড় বড় পিছ গুলো খায়িয়ে ফেলছো? তোমাকে কতবার বলেছি মেয়েদের জিবআহা এত বড় করতে নেই? তুমি সবসময় রোজা'কে ভালো ভালো জিনিস গুলো আগে বাগে খায়িয়ে ফেলো। আয়াত তো তোমার ছেলে কখনো তো ওকে এমন ভাবে বসিয়ে আগে বাগে খেতে দাওনি? আজকের পর যদি আর কোনো সময় রোজা'কে এমন ভাবে খায়িয়েছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। তখনি সুমি চেচিয়ে বলে উঠে এনাফ অনেক বলছেন? এবার একটু থামেন। সুমির এমন ব্যবহারে আমি আম্মু আব্বা সবাই থমকে যায়। তখনি সুমি বলে উঠে।
আয়াত ছেলে মানুষ বড় হলে নিজের ইচ্ছে মতো সবকিছু করতে পারবে। যখন যা ইচ্ছে হবে সেটা কিনে খেতে পারবে। আর যখন যা ইচ্ছে হবে সেইটাই করতে পারবে। কিন্তু রোজা সে মেয়ে মানুষ। রোজা বড় হলে ওকে যখন বিয়ে দিবো তখন সে ইচ্ছে হলেই কোনো কিছু খেতে পারবে না। রোজা মেয়ে মানুষ ইচ্ছে হলেই কোনো কিছু করতে পারবে না। আর ইচ্ছে হলেই রান্না করে মাছের বড় পিছ গুলো খেতে পারবে না। এখন আমি যেমন না খেয়ে আমার ছেলে মেয়েকে খাওয়াই। তখন রোজাও এমন করবে এমনকি আপনিও করে আসছেন এবং এখনো করে থাকেন। যেমন আজ সকালে নিজে না খেয়ে আয়াতের আব্বুর টিফিনের মধ্যে নিজের মাছের পিছটা লুকিয়ে দিয়েছেন। মা আমি এই জন্য রোজা'কে সবসময় বড় পিছ গুলো খেতে দেয়। ও যখন যা চাই আমি দিতে চেষ্টা করি। মা আমরা তো মেয়ে আমাদের সখ বাপের বাড়িতে যদি পূরণ না হয় তাহলে সেটা স্বামীর বাড়িতে কখনো পূরণ হয় না। তাই আমি যেমনটা করে বড় হয়েছি আমার মেয়ে যেনো ঐভাবে বড় না হয়। তাই আমি সবসময় রোজা'কে সবকিছু আগে ভাগে খেতে দেয়। প্লিজ মা আমার কথায় আপনি কষ্ট পায়েন না। পাশের বাড়ির শ্রুতির শ্বশুর বাড়িতে হেনো বদনাম হচ্ছে জানেন? কারণ আমি শিনেছি শ্রুতির বাবা মা ওর থেকে ওর ভাইদের বেশি ভালোবাসতো। মা আয়াত যেমন আমার সন্তান রোজাও আমার সন্তান তাই আমার কর্তব্য আমি পালন করে যায়। যাতে করে রোজা শ্বশুর বাড়িতে গেলে ওকে কেউ বলতে না পারে তোমার বাবা মা তোমাকে খায়িয়ে দেয়নি?
আম্মু সুমিকে জড়িয়ে ধরে বলে আমাকে ক্ষমা করে দাও বৌমা। সত্যি বলতে তুমি এতদিন যা করে আসছো তা একদম ঠিকঠাক করেছো। আজ থেকে আমিও সবসময় রোজা'কে আয়াতের মতো আদর করবো। আর বাবা সৌরভ তোকেও বলি রোজার জন্য সবসময় একটু দাম দিয়ে জিনিস পত্র কিনে আনবি কেমন? নিজের অজান্তেই আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি আর কোনো কথা বলিনি সোজা রুমে এসেছি কিছুক্ষণ পরে সুমি এসেছে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলি। সরি আমার ভুল হয়ে গেছে এখন থেকে তোমাকেও তোমার মতো করে সময় দিবো। সুমি আমাকে জড়িয়ে ধরেছে আর বলছে মেয়েরা এত কিছু চায়না শুধু একটু সময় আর ভালোবাসা।
।
গল্পটা এখানেই শেষ!! সমাপ্তি!!
।
অণুগল্পঃ- #মেয়ের_প্রতি_বাবা_মায়ের_কর্তব্য
Comments
Post a Comment